বুধবার, ১১ জুন, ২০১৪

হাদিস নং: ৬৮৭৭ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৮৭৭/১০: আহমাদ ইব্ন ইউনুস (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমরা নাবী (সাঃ) এর পেছনে সালাত (নামায/নামাজ) আদায় করতাম । তখন আমরা বলতাম, আল্লাহর উপর সালাম । তখন নাবী (সাঃ) বললেনঃ আল্লাহ তো নিজেই সালাম । হাঁ, তোমরা বল, মৌখিক, শারীরিক ও আর্থিক সর্ব প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য । হে নাবী (সাঃ)! আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত নাযিল হোক । আমাদের উপর এবং আল্লাহর নিষ্ঠাবান বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই । আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন