৬৮৭৪/০৭: আবদান
(রহঃ) . . . . . হযরত আবূ মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নাবী (সাঃ) বলেছেনঃ
এমন কেউই নেই যে কষ্টদায়ক বিষয়ে কিছু শোনার পর, সে ব্যাপারে আল্লাহর চেয়ে অধিক সবর
করতে পারে । লোকেরা আল্লাহ তা’আলার সন্তান আছে বলে দাবি করে, অথচ এর পরেও তিনি তাদেরকে
শান্তিতে রাখেন এবং রিযিক দান করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন