৬৮৭০/০৩: ইসমাঈল
(রহঃ) . . . . . হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যাক্তি অপর এক ব্যাক্তিকে
বারবার ইখলাস” সূরাটি তিলাওয়াত করতে শুনল । সকাল বেলা সে ব্যাক্তি নাবী (সাঃ) -এর কাছে
উপস্থিত হয়ে তার নিকট এ ব্যাপারটি উল্লেখ করল । সে ব্যাক্তিটি যেন সূরা ইখলাসের (মহত্তকে)
কম করে দেখছিল । এই প্রেক্ষিতে নাবী (সাঃ) বললেনঃ যে মহান সত্তার হাতে আমার জীবন, তাঁর
কসম করে বলছি! এই সূরাটি মর্যাদার দিক দিয়ে অবশ্যই কুরআনের এক-তৃতীয়াংশ । ইসমাঈল ইব্ন
জাফর কাতাদা ইব্ন আল নূমান (রাঃ) সূত্রে নাবী (সাঃ) থেকে (কিছুটা) বৃদ্ধি সহকারে বর্ণনা
করেছেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন