বুধবার, ১১ জুন, ২০১৪

হাদিস নং: ৬৮৯৮ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৮৯৮/৩১: আবূল ইয়ামান (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ নাবী (সাঃ) দশজন সাহাবীর একটি দল পাঠালেন । তাদের মধ্যে খুবায়ব আনসারী ও ছিলেন । বর্ণনাকারী ইমাম যূহরী (রহঃ) বলেনঃ উবায়দুল্লাহ্ ইব্ন আয়ায আমার কাছে বর্ননা করেছেন যে, হারিসের কন্যা তাকে জানিয়েছেন, যখন খুবায়ব (রাঃ)- কে হত্যা করার জন্য তারা সবাই একত্রিত হল, তখন খুবায়ব (রাঃ) পাক-সাফ হওয়ার জন্য তার থেকে একখানা ক্ষুর চেয়ে নিলেন । আর যখন তারা খুবায়বকে হত্যা করার জন্য হারামের বাইরে নিয়ে এল, তখন খুবায়ব আনসারী (রাঃ) কবিতা আবৃতি করে বললেনঃ “মুসলমান হওয়ার কারণেই যখন আমাকে হত্যা করা হত, তখন এতে আমার কোন আফসোস নেই । যে পার্শেই ঢলে পড়ি না কেন, আল্লাহর জন্যই আমার এ মরণ । একমাত্র আল্লাহর সত্তার স্বার্থে আমার এ জীবন দান । যদি তিনি চান তবে আমার কর্তিত অঙ্গরাজির প্রতিটি টুকুরায় তিনি বরকত দিবেন । ” এরপর হারিসের পুত্র তাঁকে শহীদ করল । তাঁদের সে মসীবতের খবরটি নাবী (সাঃ) তাঁর সাহাবাগণকে সেদিনই জানিয়ে দিয়েছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন