বুধবার, ১১ জুন, ২০১৪

হাদিস নং: ৬৮৯৯ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৮৯৯/৩২: উমর ইব্ন হাফস ইব্ন গিয়াস (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ (রাঃ) সূত্রে নাবী (সাঃ) থেকে বর্ণিত । তিনি বলেছেনঃ আল্লাহর চেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন আর কেউ নেই । এই কারণেই তিনি অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন । এমন কেউ নেই যে, আত্নপ্রশংসা আল্লাহর চেয়ে অধিক ভালবাসে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন