৬৮৯৬/২৯: হাফস
ইব্ন উমার (রহঃ) . . . . . হযরত জুনদাব ইব্ন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত । তিনি কুরবানীর
দিন নাবী (সাঃ) এর কাছে উপস্থিত ছিলেন । নাবী (সাঃ) সালাত (নামায/নামাজ) আদায় করলেন
। এরপর খুৎবা দিলেন এবং বললেনঃ সালাত (নামায/নামাজ) আদায়
করার পূর্বে যে ব্যাক্তি কুরবানীর পশু যবাই করেছে, সে যেন এর স্থলে আরেকটি কুরবানী
করে । আর যে ব্যাক্তি (সালাত (নামায/নামাজ)-এর পূর্বে) যবাই করেনি সে যেন আল্লাহর নামে
যবাই করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন