বুধবার, ১১ জুন, ২০১৪

হাদিস নং: ৬৮৯৪ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৮৯৪/২৭: ইউসুফ ইব্ন মূসা (রহঃ) . . . . . হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ সাহাবীগণ বললেনঃ ইয়া রাসুলুল্লাহ! এখানে এমন কতিপয় কাওম আছে, যারা সদ্য শিরক বর্জন করে ইসলাম গ্রহণ করেছে । তারা আমাদের জন্য গোশত নিয়ে আসে । সেগুলো যবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে কিনা তা আমরা জানিনা । নাবী (সাঃ) বললেনঃ তোমরা আল্লাহর নাম উচ্চারণ করে নেবে এবং তা খাবে । এই হাদীস বর্ণনায় আবূ খালিদ (রহঃ)-এর অনুসরণ করেছেন মুহাম্মাদ ইব্ন আব্দুর রহমান, দায়াওয়ার্দী এবং উসামা ইব্ন হাফস ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন