৬৮৯৩/২৬: আবদুল্লাহ
ইব্ন মাসলামা (রহঃ) . . . . . হযরত আদী ইব্ন হাতিম (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ
আমি নাবী (সাঃ) কে জিজ্ঞাসা করলাম । আমি আমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর (শিকারের জন্য)
ছেড়ে দেই । নাবী (সাঃ) বললেনঃ যখন তুমি আল্লাহর নাম উচ্চারণ করে তোমার প্রশিক্ষণপ্রাপ্ত
কুকুরগুলো ছেড়ে দেবে এবং যদি সে কোন শিকার ধরে আনে তাহলে তা খেতে পার । আর যদি ধারাল
তীর নিক্ষেপ কর এবং এতে যদি শিকারের দেহ ফেড়ে দেয়, তবে তা খেতে পার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন