৬৮৬৯/০২: মুহাম্মদ
ইব্ন বাশ্শার (রহঃ) . . . . . হযরত মু’আয ইব্ন জাবাল (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ
নাবী (সাঃ) বললেনঃ হে মু’আয তোমার কি জানা আছে, বান্দার উপর আল্লাহর হক কি? তিনি বললেনঃ
আল্লাহ ও তার রাসূল (সাঃ)ই ভাল জানেন । নাবী (সাঃ) বললেনঃ বান্দা আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানিয়ে একমাত্র তারই
ইবাদত করবে । (নাবী (সাঃ) পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন) আল্লাহর উপর বান্দার হক কি তা
কি তুমি জানো! তিনি বললেনঃ আল্লাহ ও তার রাসুল (সাঃ)ই ভাল জানেন । তিনি (নাবী (সাঃ))
বললেনঃ তা হচ্ছে বান্দাদেরকে শাস্তি প্রদান না করা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন