৬৮৬৮/০১: আবূ আসিম
ও আবদুল্লাহ ইব্ন আবূ আসওয়াদ (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) এর আযাদকৃত গোলাম
আবূ মাবাদ (রহঃ) থেকে বর্নিত । তিনি বলেন, আমি হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ)-কে
বলতে শুনেছি, যখন নাবী (সাঃ) হযরত মু’আয ইব্ন জাবাল (রাঃ)-কে ইয়ামান (বাসীদের) উদেশ্যে
পাঠালেন, তখন তিনি তাকে বললেনঃ তুমি আহলে কিতাবিদের একটি কাওমের কাছে চলেছ । অতএব,
তাদের প্রতি তোমার প্রথম দাওয়াত হবে- তারা যেন আল্লাহর একাত্ববাদকে স্বীকার করে নেয়
। তারা তা স্বীকার করার পর তাদেরকে জানিয়ে দাও যে, আল্লাহ তা‘আলা দিনে রাতে তাদের প্রতি
পাঁচ ওয়াক্ত সালাত (নামায/নামাজ) ফরয করে দিয়েছেন । যখন তারা সালাত (নামায/নামাজ) আদায়
করবে, তখন তুমি তাদেরকে জানিয়ে দাও যে, তাদের ধন-সম্পদে আল্লাহ তা‘আলা তাদের প্রতি
যাকাত ফরয করেছেন । তা (এই যাকাত) তাদেরই ধনশালীদের থেকে গ্রহণ করা হবে । আবার তাদের
ফকীরদেরকে তা (বণ্টন করে) দেওয়া হবে । যখন তারা তা স্বীকার করে নেবে, তখন তাদের থেকে
(যাকাত) গ্রহণ কর। তবে লোকজনের ধন-সম্পদের উত্তমাংশ গ্রহণ থেকে সংযমী হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন