৬৮৭৬/০৯: মুহাম্মাদ
ইব্ন ইউসুফ (রহঃ) . . . . . হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ যে ব্যাক্তি
তোমাকে বলে মুহাম্মাদ ম্বীয় প্রতিপালককে দেখেছে, অবশ্যই সে মিথ্যা বলল । কেননা তিনি
(আল্লাহ) বলছেন, চক্ষুরাজি কখনো তাকে দেখতে পায় না । আর যে ব্যাক্তি তোমাকে বলে মুহাম্মাদ
গায়েব জানেন, অবশ্য সেও মিথ্যা বলল । কেননা তিনি (আল্লাহ) বলেনঃ গায়েব জানেন একমাত্র
আল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন