৬৮৭৫/০৮: খালিদ
ইব্ন মাখলাদ (রহঃ) . . . . . হযরত ইব্ন উমর (রাঃ) সুত্রে নাবী (সাঃ) থেকে বর্ণিত ।
তিনি বলেছেনঃ গায়েবের কুঞ্জি পাচটি, যা আল্লাহ ছাড়া অন্য কেউই জাননা । (১) মাতৃকঠরে
কি ও রয়েছে তা জানেন একমাত্র আল্লাহ । (২) আগামীকাল কি সংঘটিত হবে তাও জানেন একমাত্র
আল্লাহ । (৩) বৃষ্টিপাত কখন হবে তাও একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউই জাননা । (৪) কে
কোন ভূমিতে মারা যাবে তা আল্লাহ ছাড়া অন্য কেউই জাননা । (৫) আল্লাহ ছাড়া অন্য কেউই
জাননা , কিয়ামত কখন সংঘটিত হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন