৬৮৮৩/১৬: সুলায়মান
ইব্ন হারব (রহঃ) . . . . . হযরত আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমরা কোন
এক সফরে নাবী (সাঃ) এর সঙ্গে ছিলাম । আমরা উচু স্থানে উঠার সময় তাকবীর বলতাম । তখন
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তোমাদের-নফসের উপর একটু সদয় হও ।
কেননা, তোমরা ডাকছ না বধির কিংবা অনুপস্হিত কাউকে । বরং তোমরা ডাকছ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা
এবং ঘনিষ্টতমকে । এরপর তিনি আমার কাছে আসলেন । তখন আমি মনে মনে ‘লা হাওলা অলাকুউতা
ইল্লা বিল্লাহ’ পড়ছিলাম । তিনি আমাকে বললেনঃ হে আবদুল্লাহ ইব্ন কায়স! পড় ‘লা হাওলা
অলাকুউতা ইল্লা বিল্লাহ’ কেননা এটি জান্নাতের খাযানা সমুহের একটি । অথবা তিনি বললেনঃ
আমি কি তোমাকে সেই বাক্যটির দিকে পথ প্রদর্শন করব না (যা হচ্ছে জান্নাতের খাযানা)?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন