বুধবার, ১১ জুন, ২০১৪

হাদিস নং: ৬৮৮১ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৮৮১/১৪: কাবীসা (রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ নাবী (সাঃ)রাতের বেলায় এ বলে দোয়া করতেনঃ হে আল্লাহ! আপনারই জন্য সব প্রশংসা । আসমানসমূহ এবং যমীনের প্রতিপালক! আপনারই সব প্রশংসা । আপনি সব আসমান ও যমীন এবং এগুলোর মধ্যকার সবকিছু সুনিয়ন্ত্রক । আপনারই সব প্রশংসা । আসমানসমুহ এবং যমীনের নূর আপনিই । আপনার বানীই যথার্থ । আপনার প্রতিশ্রুতিই যথাযথ । যখাযথ আপনার মুলাকাত । জান্নাত সত্য । জাহান্নাম সত্য । কিয়ামত সত্য । হে আল্লাহ! আপনারই প্রতি আমি নিবেদিত । আপনার প্রতিই আমি ঈমান এনেছি । একমাত্র আপনারই ওপর ভরসা করেছি । ফিরে এসেছি আপনারই সমীপে । আপনারই সাহায্যে দূশমনের মুকাবিলা করেছি । (হক ও বাতিলের ফায়সালা) আপনারই উপর ন্যাস্ত করেছি । সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমার পূর্বের এবং পরের গুনাহ, যা আমি গোপনে ও প্রকাশ্যে করেছি এবং আপনি আমার ইলাহ, আপনি ব্যতীত আমার কোন ইলাহ নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন